২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে নিশ্চয়নকৃত ছাত্র/ছাত্রীদের ভর্তি বিজ্ঞপ্তি।

কলেজ বিজ্ঞপ্তি

এতদ্বারা অত্র কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে নিশ্চয়নকৃত সকল ছাত্র-ছাত্রীদের জানানো যাচ্ছে যে, কলেজ কর্তৃক আগামী ০৭/০৯/২০২৫খ্রি: তারিখ হতে ১১/০৯/২০২৫খ্রি: তারিখ পর্যন্ত মানবিক, বিজ্ঞান ও বাণিজ্য বিভাগে ভর্তি কার্যক্রম চলবে। ভর্তি কার্যক্রম চলাকালীন সময়ে যা যা কাগজপত্র সঙ্গে আনতে হবে তা নিম্নরূপ:

  1. ভর্তি আবেদন ফরম (কলেজ কর্তৃক সংগ্রহ করতে হবে)।
  2. সদ্যতোলা ৪ কপি পাসপোর্ট ও ৪ কপি স্ট্যাম্প সাইজ রঙিন ছবি।
  3. এসএসসি প্রবেশপত্র, রেজিষ্ট্রেশন, প্রশংসাপত্র ও নম্বরপত্র এর মূল কপি সহ ফটোকপি ২ কপি।
  4. জন্ম নিবন্ধন (অনলাইনকৃত) ফটোকপি ২ কপি।
  5. পিতা ও মাতার ভোটার আইডির ফটোকপি ২ কপি।
  6. পিতা ও মাতা না থাকলে আইনানুগ অভিভাবকের ভোটার আইডির ফটোকপি ২ কপি।